স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

আবেদন শুরুর তারিখঃ ১১ অক্টোবর ২০২৫, আবেদনের শেষ তারিখঃ ৩১ অক্টোবর ২০২৫, শূন্যপদঃ ০8 টি পদে ১০ জন।

চাকরির বিবরণ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন বাংলাদেশ অত্যবশ্যক ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন এবং প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট (বারপার্ট)-এ নিম্নবর্ণিত শূন্য পদে জনবল নিয়োগের জনা বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ বাংলাদেশী নাগািকদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছেঃ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | MOHFW job circular 2025

শূন্যপদ সমুহঃ

১. পদের নাম: গবেষণা কর্মকর্তা (বায়ো-মেডিকেল রিসার্চ) (০১ টি)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রী (এম.ফিল/পিএইচ.ডি. ডিগ্রিধারী)।
বেতন স্কেল ও গ্রেডঃ ২২,০০০–৫৩,০৬০/- গ্রেড ৯

২. পদের নাম: বেষণা ও প্রশিক্ষণ কর্মকর্তা (০১ টি)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রী (এম.ফিল/পিএইচ.ডি ডিগ্রিধারী)।
বেতন স্কেল ও গ্রেডঃ ২২,০০০–৫৩,০৬০/- গ্রেড ৯

৩. পদের নাম: গবেষণা ও পাবলিকেশন কর্মকর্তা (০১ টি)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রী।
বেতন স্কেল ও গ্রেডঃ ২২,০০০–৫৩,০৬০/- গ্রেড ৯

৪. পদের নাম: গবেষণা কর্মকর্তা (ডেটা ম্যানেজমেন্ট) (০১ টি)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রী।
বেতন স্কেল ও গ্রেডঃ ২২,০০০–৫৩,০৬০/- গ্রেড ৯

৫. পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা (০১ টি)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রী।
বেতন স্কেল ও গ্রেডঃ ২২,০০০–৫৩,০৬০/- গ্রেড ৯

৬. পদের নাম: হিসাবরক্ষক কর্মকর্তা (০১ টি)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রী (হিসাববিজ্ঞান)।
বেতন স্কেল ও গ্রেডঃ ২২,০০০–৫৩,০৬০/- গ্রেড ৯

৭. পদের নাম: গাড়িচালক (০২ টি)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বেতন স্কেল ও গ্রেডঃ ৮,২৫০–২০,০১০/- গ্রেড ২০

৮. পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস) (০২ টি)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বেতন স্কেল ও গ্রেডঃ ৮,২৫০–২০,০১০/- গ্রেড ২০

বয়স ও অভিজ্ঞতা

  • অভিজ্ঞতাঃ প্রযোজ্য নহে।
  • সর্বোচ্চ বয়সঃ ৩০ বৎসর (বয়স নির্ধারণের জন্য বয়স ক্যালকুলেটর ব্যবহার করুন)

তারিখ, আবেদন ফি ও অন্যান্য

  • প্রকাশের তারিখঃ ১১ অক্টোবর ২০২৫ ইং
  • আবেদনের শেষ তারিখঃ ৩১ অক্টোবর ২০২৫ ইং
  • প্রকাশের মাধ্যমঃ অফিশিয়াল ওয়েবসাইট
  • নিয়োগ বিজ্ঞপ্তির স্মারক নং/সূত্রঃ ২৯.৩৫.০৩০০.০০৩.৪৩.০২৩.২৪.১৫৯৩
  • আবেদনের মাধ্যমঃ ডাকযোগে

আবেদনের নিয়ম ও শর্তাবলী

  • আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র বরাবর পরিচালক, বাংলাদেশ অত্যাবশ্যক ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন এবং প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট এবং আবেদনপত্র বারপার্ট, বাড়ি নং-৫/৭ (৪র্থ তলা), ব্লক-ডি, লালমাটিয়া, ঢাকা-১২০৭ এই ঠিকানায় আগামী ৩১/১০/২০২৫ খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবশ্যই পৌঁছাতে হবে।
error: Content is protected !!