এখন থেকে হবে অনলাইন জামিননামা, কমবে হয়রানি — এক ক্লিকেই যাবে সংশ্লিষ্ট কারাগারে

এখন থেকে হবে অনলাইন জামিননামা, কমবে হয়রানি — এক ক্লিকেই যাবে সংশ্লিষ্ট কারাগারে

আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিদের যে জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, তা সহজ করতে কাল থেকেই শুরু হচ্ছে অনলাইন জামিননামা ব্যবস্থা। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, এই উদ্যোগ সফল হলে আদালত থেকে জামিননামা এক ক্লিকেই সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে। এর ফলে হয়রানি ও অপ্রয়োজনীয় খরচ দুই-ই কমবে।

(১৪ অক্টোবর) মঙ্গলবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

ড. আসিফ নজরুল বলেন,

“আদালত থেকে জামিন পাওয়ার পর একজন আসামিকে মুক্তি পেতে পার করতে হয় মোট ১২টি ধাপ। এর মধ্যে কিছু ধাপে টাকা খরচ করতে হয় এবং হয়রানির শিকার হতে হয় প্রায় প্রতিটি ধাপেই। এসব সমস্যা দূর করতেই আমরা চালু করছি অনলাইন জামিননাম। কাল থেকে পাইলট প্রকল্প হিসেবে এটি চালু হবে। আদালতের রায় দেওয়ার পর মাত্র এক ক্লিকেই জামিননামা জেলখানায় পৌঁছে যাবে। এটি আমরা সম্পূর্ণ নিজেদের অর্থায়নে করেছি, কোনো বাহ্যিক সহযোগিতা ছাড়াই।”

তিনি আরও জানান, বিচার বিভাগের পৃথক সচিবালয় গঠন, দুর্নীতি দমন কমিশন আইন, গুমের আইন, মানবাধিকার আইনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইন সম্পন্ন হবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনীক আর হক।

অর্থ ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন,

“আমাদের সরকারের নিজস্ব অর্থের পরিমাণ অনেক। প্রবাসী কল্যাণ ব্যাংকে ১৬০০ কোটি টাকা এবং রেজিস্ট্রার অফিসে আরও ১৫০০ কোটি টাকা রয়েছে। এই অর্থগুলো আমরা নিজেরা ব্যবহার করে বাইরের সহযোগিতা ছাড়াই অনেক ভালো কাজ করতে পারি।”

error: Content is protected !!